হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
এবারও নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৬ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির জনসংয়োগ ও প্রকাশনা শাখার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
এর আগেও নিজস্ব ব্যবস্থাপনায় নিজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেইসবুক পেইজ ও পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।
গত ৫ মে থেকে একক ব্যবস্থাপনায় শুরু হওয়া স্নাতক ভর্তি পরীক্ষাটিতে প্রায় ৭৩ হাজার জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
তারমধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং ‘সি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮ জন।
হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা কালবেলাকে বলেন, গত বছর দীর্ঘদিন পরে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় এবারও আমরা একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেব। নিরবচ্ছিন্নভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
