কুয়েটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি
আগামী ১১ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বুধবার (৭ জানুয়ারি) সকালে কুয়েটের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।
বিশ্ববিদ্যালয়টিতে তিনটি অনুষদের ১৬টি বিভাগের ১০৬৫টি আসনের বিপরীতে এবার পরীক্ষার্থী ২৪৫২৭ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৩ জন।
আগামী ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। ১১টি ভেন্যুর ৪৪৭টি কক্ষে অনুষ্ঠিত হবে পরীক্ষা।
কুয়েটের উপাচার্য বলেন, ‘এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ করা যাবে।’
তিনি বলেন, ‘আবেদনকারীদের পরীক্ষার কক্ষভিত্তিক আসন বিন্যাস ১০ জানুয়ারি প্রকাশ হবে। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হচ্ছে।’
ড. মুহাম্মদ মাছুদ আরও বলেন, ‘পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ২৬ জানুয়ারি। সেশনজট নিরসনের জন্য দেশের মধ্যে সবার আগে কুয়েটের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।’