প্রাথমিকে শনিবারের ছুটি বাতিল: তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ১১–১৫ ডিসেম্বর

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ এএম
প্রাথমিকে শনিবারের ছুটি বাতিল: তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ১১–১৫ ডিসেম্বর

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে স্থগিত থাকা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে বলা হয়—যেসব বিদ্যালয়ে এখনো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নেওয়া হয়নি, সেসব বিদ্যালয়কে ১১ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ছুটি বাড়িয়ে পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে শুক্রবার ও শনিবার বাদে তিন দিন পরীক্ষা নেওয়া যাবে। অর্থাৎ পরীক্ষার সুবিধার্থে শনিবারের ছুটি কার্যত বাতিল করা হলো।

চিঠিতে জেলার ও উপজেলার সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

গত কিছুদিন ধরে প্রাথমিকের শিক্ষকদের টানা আন্দোলনে ক্লাস হয়নি। সেই ক্ষতি পুষিয়ে নিতে এ পদক্ষেপ নিল সরকার