তিন উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রকৌশল শিক্ষার্থীরা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৭ আগস্ট ২০২৫, ০৯:৫৩ পিএম
তিন উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রকৌশল শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। 

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার পর রেলভবনে এই বৈঠক শুরু হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ প্রতিনিধি অংশ নিয়েছেন।

রাত সাড়ে ৮টা পর্যন্ত আলোচনা চলছে বলে জানান শিক্ষার্থীরা। তবে ১১ শিক্ষার্থী প্রতিনিধির নাম জানা যায়নি। 

শিক্ষার্থীরা জানান, উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে আলোচনায় কী ফলাফল আসে—তা শাহবাগে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।