শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার


প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, তার জন্য আমি ডিএমপি কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
তিনি জানান, এ ঘটনার তদন্তে বৃহস্পতিবার একটি কমিটি গঠন করা হবে।
সাজ্জাত আলী বলেন, ‘রংপুরের ঘটনায় একটি জিডি হয়েছে। আমি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, যত দ্রুত সম্ভব জিডির আসামিকে গ্রেফতার করবেন।’
শিক্ষার্থীদের উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তদন্ত কমিটি গঠনের পাশাপাশি তোমাদের সবার অনেক স্নেহ-ভালোবাসা জানাই। তোমরা ভালো থেকো—এই কামনা করি।’
এর আগে সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রেলভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্য প্রতিনিধি দল। তবে সে বৈঠকে কোনও চূড়ান্ত সমাধান হয়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকাল বিকালে আবারও সরকারের সঙ্গে আলোচনা হবে।
এরপর রাত সোয়া ৯টার দিকে শাহবাগ থানায় আসেন ডিএমপি কমিশনার, রমনা বিভাগের ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রাত ১০টার দিকে কমিশনার আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে গিয়ে হামলার ঘটনায় ক্ষমা চান।
ডিএমপি কমিশনার কথা বলার সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। পরে কমিশন কথা বলে আবার শাহবাগ থানার দিকে চলে যান।