শেষ দিনে ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন শিক্ষার্থীরা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৮ আগস্ট ২০২৫, ০২:১৮ পিএম
শেষ দিনে ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ সোমবার (১৮ আগস্ট)। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন পদপ্রার্থী শিক্ষার্থীরা।

প্রথম দুই ঘণ্টায় অন্তত ২০ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যাদের বেশিরভাগই স্বতন্ত্র। শেষ দিনে ছাত্রদল, ছাত্র শিবির ও উমামা ফাতেমার নেতৃত্বাধীন প্যানেলের সদস্যদের ফরম তোলার কথা রয়েছে।

এর আগে ১২ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডাকসুতে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২৪ জন। ভিপি পদে ১৮ জন, জিএস পদে দুইজন, এজিএস পদে পাঁচজন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন মনোনয়নপত্র নিয়েছেন। তাদের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ৩৮ জন।