মহাসড়কে ডাকাতিতে জড়িত ১৪০০ জন, তালিকা করেছে পুলিশ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ মার্চ ২০২৫, ১০:৩৫ পিএম
মহাসড়কে ডাকাতিতে জড়িত ১৪০০ জন, তালিকা করেছে পুলিশ
ছবি : সংগৃহীত

দেশের মহাসড়কগুলোতে ডাকাতির ঘটনায় এক হাজার ৪০০ জনের একটি তালিকা করেছে হাইওয়ে পুলিশ। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত ২০ বছরে মহাসড়কে ডাকাতির বিভিন্ন ঘটনায় জড়িত ব্যক্তিরা এ তালিকায় রয়েছেন। তালিকায় থাকা প্রত্যেকের বাড়ি গিয়ে খোঁজ নেয়া হবে।

সোমবার (১৭ মার্চ) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আলোচনা সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন) শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ঈদযাত্রায় সড়কে ডাকাতি, নগরজুড়ে ছিনতাই, সড়ক দুর্ঘটনার শঙ্কা উত্তরণের উপায়’ শীর্ষক এই সভায় মহাসড়কে ডাকাতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ যাতে বুঝতে পারে, পুলিশ ডাকাত খুঁজছে। তখন তারা সতর্ক হবে।’

মহাসড়ক, সড়কের শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ একা কোনো পরিবর্তন আনতে পারবে না বলে উল্লেখ করে ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘সড়কে শৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।’