সূচকের উত্থানের ধারা বজায় আছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ মার্চ ২০২৫, ০৬:৪৫ পিএম
সূচকের উত্থানের ধারা বজায় আছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে

ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সারাদিনের লেনদেনে বেড়েছে সূচক। গত দুই দিনের উত্থানের ধারা বজায় রেখে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ পয়েন্ট।

বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ২ এবং বাছাইকৃত ব্লু-চিপ কোম্পানি ডিএস-৩০ এর সূচক বেড়েছে ৪ পয়েন্ট।

ঢাকার বাজারে লেনদেন ছাড়িয়ে গেছে সাড়ে ৪০০ কোটি টাকা, যা এ সপ্তাহে সর্বোচ্চ। গতদিনের ৪১২ কোটি টাকার লেনদেন বেড়ে হয়েছে ৪৫২ কোটি টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯১, কমেছে ১৪০ এবং অপরিবর্তিত আছে ৬৭ কোম্পানির শেয়ারের দাম।

ক্যাটাগরির হিসাবে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ছিল উর্ধ্বমুখী। ‘জেড’ ক্যাটাগরিতে দরবৃদ্ধি এবং দরপতনের কোম্পানির সংখ্যা সমান সমান।

জেড ক্যাটাগরির মোট ৯৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছ ৩৯, কমেছে ৩৯ এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।

তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগরেই দাম ছিল অপরিবর্তিত। বিপরীতে দাম বেড়েছে ১৩ এবং কমেছে ৫ কোম্পানির।

ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির ৩৭ লাখ শেয়ার ১৭ কোটি ৯৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ ৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে আছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। অন্যদিকে ৫ দশমিক ৭৮ শতাংশ দাম কমে তলানিতে মিডল্যান্ড ব্যাংক।

চট্টগ্রামেও উত্থান
ঢাকার মতো সূচক বেড়েছে চট্টগ্রামের বাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৭২ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ২২০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮, কমেছে ৬৪ এবং অপরিবর্তিত আছে ৩৮ কোম্পানির শেয়ারের দাম।

সূচক এবং বেশিরভাগ কোম্পানির দাম বাড়লেও গতদিনের তুলনায় লেনদেন কমেছে সিএসইতে। সারাদিনের লেনদেনের মোট ৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ১১ কোটি ৯২ লাখ টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে আছে হামি ইন্ডাস্ট্রিস পিএলসি এবং ৯ দশমিক ৬৩ শতাংশ দাম কমে তলানিতে দ্য পেনিনসুলা চট্টগ্রাম পিএলসি।