1. হোম
  2. অর্থনীতি

রমজানে খেজুরের দাম কমাতে শুল্ক কমালো সরকার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০২ এএম
রমজানে খেজুরের দাম কমাতে শুল্ক কমালো সরকার

আসন্ন মাহে রমজান উপলক্ষে ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে দাম নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক (কাস্টমস ডিউটি) ১০ শতাংশ কমিয়ে নতুন হার নির্ধারণ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি বর্তমানের ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, আমদানিকারকদের এখন আগের চেয়ে ১০ শতাংশ কম শুল্ক দিতে হবে। গত ২৩ ডিসেম্বর এই আদেশ জারি করা হলেও আজ বুধবার তা প্রকাশ করা হয়। এই বিশেষ সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বহাল থাকবে।

কেবল কাস্টমস ডিউটি নয়, আমদানিকারকদের স্বস্তি দিতে অগ্রিম আয়কর বা এআইটিতেও বড় পরিবর্তন আনা হয়েছে।

এনবিআর জানিয়েছে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

গত বছরের মতো এবারও খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করের ওপর ৫০ শতাংশ বিশেষ ছাড় বহাল রাখা হয়েছে।

এনবিআর তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এবং রমজান মাসে খেজুরের চাহিদা ও মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, শুল্ক ও অগ্রিম আয়কর কমানোর ফলে আমদানিকারকদের খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যার ইতিবাচক প্রভাব পড়বে খুচরা বাজারে।

বাজার বিশ্লেষকদের মতে, সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে আসন্ন রমজানে খেজুরের দাম সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে থাকবে।