দেশের অর্থনীতি স্বস্তিতে থাকলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে: অর্থ উপদেষ্টা

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম

ছবি : সংগৃহীত
দেশের অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচনসহ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি আগেই বেশি ছিল। সেখান থেকে বরং কমে এসেছে এখন। দেশের অর্থনীতি এখন স্বস্তিতে আছে। তবে দারিদ্র্য বিমোচনসহ অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ রয়েছে।
সরকারি মজুত বাড়াতে সরকার ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, আমেরিকার সঙ্গে চুক্তির আওতায় ৫০ হাজার টন গম আমদানি করা হবে।