বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যে পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক


উচ্চ মূল্যস্ফীতি থাকা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে আয়োজিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে মারাত্মক ব্যাঘাত সত্ত্বেও পরবর্তী প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে এসেছে। বহিরাগত খাতের চাপ হ্রাস, রিজার্ভ স্থিতিশীলতা এবং মুদ্রাস্ফীতি কমে আসায় সামগ্রিকভাবে অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে। প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে দাঁড়াবে। আর ২০২৬-২৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬.৩ শতাংশ।
বিশ্বব্যাংক জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে বেসরকারি বিনিয়োগ কমেছে৷ হ্রাস পেয়েছে সরকারি বিনিয়োগও। ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় দরিদ্রের হার বেড়ে ২১.২ শতাংশে দাঁড়িয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল ২০.৫ শতাংশ। এ সময়ে ২০ লাখ মানুষ কাজ হারিয়েছে অর্থাৎ বেকার হয়েছে। আর কর্মক্ষম অথচ কাজ পাচ্ছে না ৩০ লাখ মানুষ, যার মধ্যে ২৪ লাখই নারী।
জিডিপির অনুপাতে রাজস্বের হার কমেছে জানিয়ে বিশ্বব্যাংক বলছে, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির অনুপাতে রাজস্ব হার কমে দাঁড়িয়েছে ৭.৯ শতাংশে, ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল ৮.৩ শতাংশ।