রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২ জনের মৃত্যু


রাজশাহী নগরী ও তানোর উপজেলায় বিএনপির দুই গ্রুপের পৃথক সংঘর্ষে আহত দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহতরা হলেন—তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনের ভাই গণিউল ইসলাম (বিএনপির কর্মী) এবং গোলাম হোসেন রকি। রকি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায় বাসিন্দা। পেশায় রিকশাচালক রকি রাজশাহী নগরীর দড়িখড়বোনা মহল্লায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানায়, ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি আসার আগে কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করতে দুই পক্ষের কর্মী-সমর্থকরা অবস্থান নেন। এ সময় ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মুজিবুর রহমানের কর্মীরা প্রধান অতিথিকে বরণ করতে চাইলে মোমিনের অনুসারী কর্মীরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত গণিউল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘গণিউলের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মারা যান।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তানোরের কৃষ্ণপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। তার পরিবারের সদস্যদের মামলা করার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে রাজশাহীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
গত ৭ মার্চ সন্ধ্যায় নগরীর দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান ও তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। প্রায় চার ঘণ্টা ধরে চলে ওই সংঘর্ষ। এতে ছুরিকাহত হন রিকশাচালক গোলাম হোসেন।