এবার পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টা রুখে দিল বিজিবি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম
এবার পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টা রুখে দিল বিজিবি

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের প্রচেষ্টা এবারও রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আজ (মঙ্গলবার) বিকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উচনা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো পয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিজিবির বাধায় বন্ধ হয়ে যায়।

বিজিবি জানায়, সকাল ৮টার দিকে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের জয়পুরহাট-২০ বিজিবির পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির আওতাধীন ধরঞ্জি ইউনিয়নের ঘোনাপাড়া-সংলগ্ন পূর্ব উচনা গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্তের ২৮১ নম্বরে মেইন পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলার এলাকা পর্যন্ত আনুমানিক ২০-৩০ গজ জিরো পয়েন্টের ভেতরে (ভারতীয় অংশে) কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এ ঘটনা জানতে পেরে হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা তাদের বাধা দিলে, বিজিবি সদস্যদের বাধার মুখে ভারতের বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণ সামগ্রী নিয়ে স্থান থেকে চলে যেতে বাধ্য হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

জয়পুরহাট-২০ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘ঘন কুয়াশার মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা বাধা দেয়। বাধা পেয়ে বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণ না করে ফিরে যেতে বাধ্য হন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করার জন্য চিঠি দেওয়া হয়েছে।’