রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ হয়ে বাবার মৃত্যু
রাজশাহীর পবায় যুবদল নেতার বাড়িতে হামলাকালে গুলিবিদ্ধ হয়ে তার বাবা মো. আলাউদ্দিন (৬০) নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ভুগরইল গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবদল নেতার নাম সালাহউদ্দিন মিন্টু। তিনি নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য।
সালাহউদ্দিন মিন্টু জানান, এলাকায় আমার ছোট ভাইয়ের সঙ্গে টাকা নিয়ে একটা বিরোধ ছিল। সেটি মীমাংসার জন্য রাতে উভয়পক্ষ এয়ারপোর্ট থানায় বসেছিল। বিষয়টি রাতে মীমাংসাও হয়ে যায়। এরপর বাড়ি যাওয়ার আধাঘণ্টা পর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়। এক পর্যায়ে বাবা গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, রাতে গুলিবিদ্ধ আলাউদ্দিনকে হাসপাতালে আনা হয়। তার কোমরের নিচে গুলিবিদ্ধ ছিল। এজন্য তাকে সরাসরি অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, দুইপক্ষ থানায় একটি আপস মীমাংসার জন্য বসেছিল। সে বৈঠকে যুবদল নেতা পিন্টুও ছিলেন। তবে বিষয়টি থানাতেই মীমাংসা হয়েছে। যেই বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সেটি শাহমখদুম থানা এলাকায়। তারা ব্যবস্থা নেবে।
জানতে চাইলে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অপারেশন থিয়েটারে আলাউদ্দিন মারা গেছেন বলে শুনেছি। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।