বিলোনিয়া-রামগড় স্থলবন্দর : বাণিজ্য সম্ভাবনা যাচাইয়ে কমিটি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম
বিলোনিয়া-রামগড় স্থলবন্দর : বাণিজ্য সম্ভাবনা যাচাইয়ে কমিটি

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বিলোনিয়া এবং রামগড় স্থলবন্দরের ভৌগোলিক অবস্থান, আন্তঃদূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্য, রাজস্ব আয়, যাত্রী আগমন ও বহির্গমন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাই করে মতামত দিতে কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বিলোনিয়া এবং রামগড় স্থলবন্দর সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। 

এ কমিটি বিলোনিয়া এবং রামগড় স্থলবন্দর সরেজমিন পরিদর্শন করে এগুলোর ভৌগোলিক অবস্থান, আন্তঃদূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্য, রাজস্ব আয়, যাত্রী আগমন ও বহির্গমন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাই করে মতামত দেবে।

কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে মতামত এবং সুপারিশসহ স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

উল্লেখ্য, গত রোববার (১২ জানুয়ারি) খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা কমিটি গঠনের নির্দেশনা দেন।