সীমান্ত থেকে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও সানগ্লাস জব্দ
জেলার নালিতাবাড়ী উপজেলায় সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও সানগ্লাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুর ২টায় উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব সামগ্রি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার ১১১৮/৬-এস থেকে আনুমানিক পাঁচশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াঘাঁষি তালতলী এলাকায় অভিযান পরিচালনা করে একটি টহল দল। এ সময় ভারতীয় ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা এবং ১ পিস গাউন জব্দ করে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দুইকোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকা।
এ বিষয়ে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত থাকবে।