পাবনার রুপপুরে আরেক রুশ নাগরিকের লাশ উদ্ধার
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ জানুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রিন সিটি থেকে ইভান কাইটমাজোভ নামে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৭ টার দিকে ১৪ নম্বর ভবনের নবম তলার ৯৫ নম্বর ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রুশ নাগরিক ইভান কাইটমাজোভ প্রকল্পের স্কেম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলর পদে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ ওয়াশরুমে গলায় রশি লাগানো অবস্থায় পাওয়া যায়।’
‘গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’