সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া
একদিন আগের রেকর্ড ভেঙে এই শীতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে; যা চলতি মৌসুমের সর্বনিম্ন।
অর্থাৎ এই জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম শুক্রবার সকালে বলেন, “তেঁতুলিয়ায় এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আপাতত আর কমার সম্ভাবনা নেই সেখানে।“
আগামী দুইদিন দেশজুড়ে দিন-রাতের তাপমাত্রা বাড়ার আভাস দিয়ে শাহীনুল বলেন, “এরপর আবার তাপমাত্রা কমে আসতে পারে।"
আগের দিন তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা যদি ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে সেই স্থানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে; আর ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।