হবিগঞ্জে আলেমদের সভা নিয়ে উত্তেজনা, ১৪৪ জারি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩১ অক্টোবর ২০২৪, ০৬:০৯ পিএম
হবিগঞ্জে আলেমদের সভা নিয়ে উত্তেজনা, ১৪৪ জারি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্টেডিয়ামে ও পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ডেকেছে সুন্নী ওলামা পরিষদ এবং খেলাফত মজলিশ, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ কয়েকটি ইসলামী সংগঠন। আগামী ২ নভেম্বর সমাবেশ হওয়ার কথা রয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি এবং জানমালের ক্ষতির আশংকা রয়েছে। যেকোনো সময় বাধতে পারে সংঘর্ষ। এ অবস্থায় সমাবেশের আগের দিন, অর্থাৎ ১ নভেম্বর ভোর থেকে ৩ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত ওই দুই স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই আদেশ জারি করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হযরত মোহাম্মদ (সাঃ)-কে অবমাননা এবং সুন্নী আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মাধবপুর, নাসিরনগর ও বিজয়নগরের সুন্নী সমর্থিত লোকদের নিয়ে ২ নভেম্বর মাধবপুর ষ্টেডিয়াম মাঠে গণসমাবেশের ডাক দেন পীর সৈয়দ জুবায়ের কামাল ও তৌহিদী জনতা।

একই দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাটে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত সব শহীদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন মাধবপুর খেলাফত মজলিশ, জামায়াত ইসলাম, উলামা পরিষদসহ কয়েকটি সমমনা ইসলামী দল। একই দিনে দুটো সমাবেশ ঘিরে মাধবপুরে আলেম ওলামাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মাধবপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল সমকালকে জানান, একই দিনে দুই সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হলে আইনশৃঙ্খলার অবনতি, জানমালের ক্ষতি এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। তাই, ১ নভেম্বর ভোর থেকে ৩ নভেম্বর ভোর পর্যন্ত মাধবপুর উপজেলা শহর এবং এর আশেপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।