রাতের আধারে আবারও শুরু হয়েছে ঘোড়ার মাংস বিক্রি
গাজীপুরে ফের শুরু হয়েছে রাতের অন্ধকারে ঘোড়ার মাংস বিক্রি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ওই কসাইখানা থেকে ৩৭টি জীবিত ঘোড়া ও ৫ মন মাংস জব্দ করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র্যাব-১ ও পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘোড়ার মাংস বিক্রির সঙ্গে জড়িত চক্রের সদস্যরা পালিয়ে যায়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো সেখানে আনা হয়েছিল। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা না গেলেও উদ্ধার করা ঘোড়া ও মাংস স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার সকালে এসব ঘোড়া ও মাংস প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন হারুন রোমান জানান, উদ্ধার করা ঘোড়াগুলোর বেশিরভাগই অসুস্থ এবং তাদের মাংসে টক্সিন রয়েছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। তিনি সবাইকে ঘোড়ার মাংস কেনা ও খাওয়া থেকে কঠোরভাবে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
