Daily Bangla Post
  1. হোম
  2. সারাদেশ

প্রবাসীকে গলাটিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

Bangla Post Desk
বরগুনা সংবাদদাতা
বরগুনা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম
প্রবাসীকে গলাটিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক
ছবি- সংগৃহীত

বরগুনার বামনায় আবদুল জলিল (৪৫) নামে এক প্রবাসীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ৩নং রামনা ইউনিয়নের ঘোপখালি গ্রামে রোববার দুপুরের এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে আটক করা হয়েছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ঘোপখালি গ্রামের প্রবাসী আবদুল জলিল ১৫ দিন আগে প্রবাস থেকে বাড়িতে আসেন।

তার বাড়িতে পাঁচ বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছেন একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন। স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী নাজমা তার গৃহকর্মী আল আমিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনা স্বামী জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক মিলে রোববার দুপুরে নিজ বসতঘরে প্রবাসী আবদুল জলিলকে অচেতন করে গলাটিপে হত্যা করেন।

বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশে খবর দিলে পুলিশ রোববার সন্ধ্যায় লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য থানায় নিয়ে যান। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বামনা থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্ত্রী নাজমা ও পরকীয়া প্রেমিক আল আমিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে আসল রহস্য বেরিয়ে আসবে। আসামি আমাদের হেফাজতে আছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বিপি/ এএস

ট্যাগ: হত্যা