‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল, ফের বহিষ্কার যুবদল নেতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পিএম
যুবদল নেতা আল জাবের ওরফে জাবেদ আহমেদ। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার যুবদল নেতা আল জাবের ওরফে জাবেদ আহমেদ আবারও বহিষ্কারাদেশ পেয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদল তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি দিলেও কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল হলে আরেকটি বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ বহাল রাখে।
বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদল জানায়, জাবেদের বহিষ্কারাদেশই বহাল থাকবে।
এর আগে, সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রথম বিজ্ঞপ্তিতে জাবেদসহ কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। কিন্তু কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় জাবেদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও।
ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীকে ‘অভিভাবক’ বলে সম্বোধন করছেন এবং বক্তব্য শেষ করছেন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাত ১০টার দিকে যুবদলের পক্ষ থেকে আরেকটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে জানানো হয়, ভুলবশত তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল। সেই সিদ্ধান্ত বাতিল করে আল জাবের ওরফে জাবেদ আহমেদের বহিষ্কার আদেশ বহাল রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন জাবেদ আহমেদ। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় তিনি যুবদলের পদ থেকে বহিষ্কৃত হন। নির্বাচনের পর তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা–সমাবেশে নিয়মিত যোগ দেন।
মিনহাজুল ইসলাম ভূঁইয়া বলেন, ভুল হয়েছিল, আমাদের তথ্যের একটু ঘাটতি ছিল। তার (জাবেদ) বহিষ্কারাদেশ বহাল থাকবে।
বিপি/আইএইচ
