সেন্টমার্টিনে ২০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল চালু
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ নভেম্বর ২০২৫, ১১:৪২ পিএম
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ২০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল চালু করা হয়েছে। হাসপাতালটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন ডিএমএফ আব্দুল জলিল।
দ্বীপের প্রায় আট হাজার অধিবাসী এতদিন পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন। মৌলিক স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা ও মাতৃস্বাস্থ্য সেবার ঘাটতি ছিল দীর্ঘদিনের সমস্যা। নতুন এই হাসপাতাল চালুর মাধ্যমে দ্বীপবাসীর সেই বহুদিনের প্রত্যাশা পূরণ হলো।
হাসপাতালটি চালুর উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ। সংস্থাটির চেয়ারম্যান মো. ইমরুল কায়েস বলেন, ‘দ্বীপের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই এই হাসপাতাল সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থেকে স্থায়ীভাবে স্বাস্থ্যসেবা প্রদান করুক। এ লক্ষ্যে আমরা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছি।’
