রাজশাহীতে শীতের বার্তা, সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
রাজশাহীতে শীতের বার্তা, সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি

রাজশাহীতে আজ সোমবার (৩ নভেম্বর) সূর্য উঠেছে ভোর ৬টা ১৪ মিনিটে। তবে সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশাচ্ছন্ন আকাশের ফাঁক গলে মিলেছে হালকা সূর্যের দেখা। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে পুরো রাজশাহী শহর।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন রোববার (২ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজশাহীতে কয়েক দফায় বৃষ্টিপাত হয়েছে। তিন দিনে মোট ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই সময় বৃষ্টির সঙ্গে বইছিল দমকা হাওয়াও। বৃষ্টি থেমে যাওয়ার পর থেকে কুয়াশার চাদরে মোড়া রাজশাহীতে এখন শীতের আমেজ অনুভব করছে স্থানীয়রা।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু বলেন, “কয়েক দিন আগে যে বৃষ্টি হয়েছে, তার পর থেকেই তাপমাত্রা কিছুটা কমে গেছে। সকালে কুয়াশা পড়ছে—এটা মূলত শীতের আগমনী বার্তা।”