মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে যুবক নিখোঁজ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৯ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম
মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে যুবক নিখোঁজ

শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে সোহেল রানা নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রোববার রাতে সীমান্ত পার হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সোহেল রানা দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের মইনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা কয়েকজন সহযোগীকে নিয়ে রোববার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সঙ্গীরা দেশে ফিরে এলেও তিনি আসেননি। তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার কথা স্বীকার করে নিখোঁজ সোহেলের বাবা মইনুল ইসলাম জানান, সোহেলের সহযোগীরা ফিরে এসেছেন। সে এখনও ফিরল না। সীমান্তের ওপারে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে এমন হওয়ার কথা না। বিভিন্ন মাধ্যমে সোহেলের সন্ধান জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। তারা এমন কাউকে পায়নি বলে দাবি করেছে।