সিলেটে বিপুল পরিমাণ মাদক ও গুলিসহ ৩ ভাই আটক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম
সিলেটে বিপুল পরিমাণ মাদক ও গুলিসহ ৩ ভাই আটক
ছবি : সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকায় নিজ বসতঘর থেকে বিপুল পরিমাণ ইন্ডিয়ান মাদক ও চোরাচালান এয়ারগানের গুলিসহ তিন ভাইকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক তিনজন হলেন অধীর বিশ্বাসের ছেলে বিপুল বিশ্বাস, শিপুল বিশ্বাস ও টিপলু বিশ্বাস।
  
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধীর বিশ্বাসের ঘরে অভিযান চালিয়ে ১১৬ বোতল বিদেশি মদ ও ৩৫ হাজার ৮০০ পিস এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। ঘরের খাটের নিচে ও শোকেসের ভেতর বিশেষভাবে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার মধ্যে বিদেশি মদের বোতলগুলো লুকিয়ে রাখা হয়েছিল। একই সময় ঘর থেকেই উদ্ধার করা হয় বিপুল পরিমাণ এয়ারগানের গুলি।
 
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘অভিযানকালে তিন যুবক পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে মাদক ও এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।’