আলোচনার পর সড়ক ছাড়লেন মালয়েশিয়া যেতে ইচ্ছুক আন্দোলনকারীরা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
আলোচনার পর সড়ক ছাড়লেন মালয়েশিয়া যেতে ইচ্ছুক আন্দোলনকারীরা
ছবি : সংগৃহীত

আলোচনার পর কারওয়ান বাজারের সড়ক ছেড়েছেন মালয়েশিয়া যেতে ইচ্ছুক আন্দোলনকারীরা। বোয়েসেল বলছে, সংশ্লিষ্ট সব প্রক্রিয়া শেষে নভেম্বরেই প্রথম ধাপে ৫০০ জনকে পাঠানো হবে মালয়েশিয়া।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কারওয়ানবাজারে সড়ক অবরোধ করেন মালয়েশিয়া যেতে না পারা আন্দোলনকারীরা। ভিসাসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র থাকার পরও মালয়েশিয়া যেতে না পারায় ৫ দফা দাবিতে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনকারীরা জানান, ২-৩ বছর ধরে অপেক্ষায় থাকলেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়নি তাদের। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আশ্বাসের পরও হচ্ছে না সমাধান।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ। ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলমের আশ্বাসে, বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল।

আলোচনা শেষে সন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা। আন্দোলন না করে নিয়ম মেনে মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানান তারা।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘২ অক্টোবর থেকে শুরু হবে ইন্টারভিউ। সব প্রক্রিয়া শেষে নভেম্বরের মধ্যেই মালয়েশিয়া পাঠানো হবে ৫০০ জনকে।’

বোয়েসেল ছাড়া অন্যকোনো মাধ্যমে টাকা লেনদেন না করার আহ্বানও জানান তিনি।