ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ


ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এরপর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পুলিশের নানান হয়রানির অভিযোগ এনে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ওই মহাসড়কে বিক্ষোভ মিছিল নিয়ে অবরোধ করেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বেশ কয়েকজন অটোরিকশা চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের সঙ্গে আরও চালকরা যোগ দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধ করেন তারা। ঘটনাস্থলে পুলিশ আসলেও বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে যাননি। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা চালকরা মহাসড়ক অবরোধ করেছেন। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’