নান্দাইলে কবরে আগুন দেওয়ার অভিযোগ


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাতের অন্ধকারে এক ব্যক্তির কবরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনে কবরের পাশের বেড়া ও উপরে দিয়ে রাখা পলিথিন কাগজটি পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
শুক্রবার শেষ রাতে কবরটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন। তবে কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কবরটি উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামের ক্বারী সিরাজুল ইসলাম বকুলের।
বিষয়টি নিশ্চিত করে পশ্চিম রসুলপুর জামে মসজিদের মুয়াজ্জিন আরশেদ আলী বলেন, শুক্রবার ভোরে ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলাম। এসময় দেখতে পাই, পাশে থাকা ক্বারী সিরাজুল ইলাম বকুলের কবরের চারপাশে দিয়ে রাখা প্লাস্টিকের বেড়ায় আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে আশপাশের লোকজনদের ডাকি।
তিনি জানান, স্থানীয়রা এসে আগুন নেভাতে সক্ষম হলেও আগুনে পাশের প্লাস্টিকের বেড়া ও পলিথিন কাগজ পুড়ে যায়। এসময় আগুন নিভাতে গিয়ে তার (আরশেদ আলী) সামান্য আহত হন।
প্রতিবেশী মুজিবুর রহমান ও মোজাম্মেল হক বাচ্চু জানান, ক্বারী সিরাজুল ইসলাম বকুল মারা গেছেন এক বছরেরও বেশি সময় আগে। তিনি সৎ ও ভালো মানুষ ছিলেন। তার কবরে এভাবে আগুন লাগানো নিন্দনীয় ও ন্যক্কারজনক।
প্রয়াত সিরাজুল ইসলামের ছোট ছেলে জাকারিয়া জানান, রাতে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শোনে ঘুম ভেঙে গেলে ঘর থেকে বের হয়ে বাইরে এসে দেখেন লোকজন তার বাবার কবরের আগুন নেভাচ্ছেন। কে বা কারা কেন এমন ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছেন না।
তিনি আরও জানান, তারা তিন ভাই ও দুই বোন। দুই বোনেরই বিয়ে হয়ে গেছে, ভাইয়েরা সবাই বিদেশে থাকেন। তাদের সাথে স্থানীয় কারোর কোনও শত্রুতা নেই। তবু প্রায় সময়ই রাতের বেলায় তাদের বাড়িঘরে কে বা কারা ঢিল ছোঁড়ে। কেন এমন হচ্ছে তা তারা বুঝতে পারছেন না তারা। এ ঘটনায় শনিবার থানায় একটি অভিযোগ করবেন বলেও জানান তিনি।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।