জাকসু নির্বাচন কমিশন থেকে এক কমিশনারের পদত্যাগ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
জাকসু নির্বাচন কমিশন থেকে এক কমিশনারের পদত্যাগ

জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার।

আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে মাফরুহী সাত্তার এ ঘোষণা দেন।

এর আগে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে। তবে সেটার নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাতের শেষভাগেও (ফল ঘোষণা) করা হতে পারে।