সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ পিএম
সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

গাড়ি ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীরা বাসের এক হেলপারকে মারধরের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যার পর সুনামগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাস স্টেশন থেকে রবিবার সকালে একটি বাস শান্তিগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে উদ্দেশে ছেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সামনে বাস থেকে নামার সময় শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে বাসের হেলপারের বাগবিতণ্ডা হয়। এ সময় বাসের হেলপার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন পরিবহন শ্রমিকরা।

পরে বিষয়টি জানাজানি হলে বিকাল ৪টা থেকে শহরের নতুন বাস স্টেশনের সামনের সড়ক অবরোধ করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এ কারণে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারও যাত্রী। শত শত যানবাহন আটকা পড়ে। বিকালে শ্রমিকরা পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করলেও ধর্মঘটের ডাক দেন।

তবে সুবিপ্রবি’র রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী জয় ও আরিফসহ কয়েকজন শিক্ষার্থী সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ যাওয়ার সময় অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে হেলপারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই হেলপার এক শিক্ষার্থীকে ধাক্কা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে এর আগেও ঝগড়া-বিবাদ করেছেন। রবিবার সকালে তারা এক শ্রমিককে মারধর করেছে। ক্ষুব্ধ শ্রমিকরা এই ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন। তিন দফা দাবিতে শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। তাই সুনামগঞ্জ থেকে সব বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে জেলায় সিএনজিচালিত অটোরিকশাও চলবে না।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের ওপর হামলার বিচার, কারাগারে থাকা শ্রমিকের মুক্তি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সোমবার সকাল ১১টায় শ্রমিক ও বাস মালিক সমিতির সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা রয়েছে। সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত হবে।