রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কমিটির কার্যক্রম স্থগিত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ পিএম
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কমিটির কার্যক্রম স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির কার্যক্রম স্থগিতের একদিন পর এবার স্থগিত করা হয়েছে মহানগর কমিটির কার্যক্রম।

শনিবার (২৬ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় কমিটির সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

একই কারণে গত ২৪ জুলাই রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।

এদিকে, কমিটি গঠনের পর থেকেই জেলা ও মহানগর কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠতে থাকে। এসব অভিযোগের প্রতিবাদে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা পদত্যাগও করেন।

গত ১৮ মে এক সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর কমিটির শীর্ষ চার নেতার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ১৬ জন নেতা একযোগে পদত্যাগ করেন। একই দিনে সংগঠনটি থেকে আরও অর্ধশতাধিক কর্মী সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এর আগে, ১৫ মে দুর্নীতির অভিযোগ তুলে জেলা কমিটির আরও এক সদস্য পদত্যাগ করেন।

এ ছাড়াও মহানগর কমিটির মুখপাত্রের বিরুদ্ধে বালু মহালে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ ওঠে এবং চাঁদাবাজির ঘটনার ভিডিও এবং অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে গত ৮ মার্চ সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে তাকে আবার সংগঠনে পুনর্বহাল করা হয়।

জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও মহানগর কমিটির আহ্বায়ক আহমেদ বলেন, ‘কমিটির সময় অতিক্রান্ত হওয়ার কারণেই এই কমিটি স্থগিত করা হয়েছে। খুব শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।’