সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নুরের মৃত্যুতে এনসিপি নেতা এসএম সোজা উদ্দিনের শোক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ জুলাই ২০২৫, ১০:৪১ পিএম
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নুরের মৃত্যুতে এনসিপি নেতা এসএম সোজা উদ্দিনের শোক
ছবি : সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সৈয়দ নুর সওদাগর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (২০ জুলাই) দলীয় কর্মসূচী পালনের সময় সৈয়দ নুর সওদাগর কার্যলয়ের সামনে হঠাৎ অসুস্থ পড়েন।

জানা যায়, তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন।

তিনি বলেন, জনাব সৈয়দ নুর সওদাগর শুধু বিএনপির নয়, পুরো কক্সবাজার সদর উপজেলার একজন দক্ষ ও স্বনামধন্য রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে উপজেলাবাসী একজন দক্ষ ও জনবান্ধন রাজনীতিবিদকে হারিয়েছে। মহান আল্লাহ যাতে তাকে বেহেশত নসীব করেন এই ফরিয়াদ করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

উল্লেখ্য, জনাব সৈয়দ নুর সওদাগর কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের নয়া পাড়ার বাসিন্দা।