ফরিদপুরে হাইওয়ে থানায় জব্দ করা বাসে আগুন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ জুলাই ২০২৫, ১২:৪৯ পিএম
ফরিদপুরে হাইওয়ে থানায় জব্দ করা বাসে আগুন

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনায় জব্দ করা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানাসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে। তবে আওয়ামী লীগের ডাকা হরতালের আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকের এ ঘটনায় কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

ওসি সালাউদ্দিন বলেন, “ঈদ-উল-আযহার আগে আরএসএফ পরিবহনের বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এরপর বাসটি জব্দ করে থানার ১৫০ গজ পশ্চিমে সড়কের পাশে রাখা ছিল। বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশুনা করত, তবে শনিবার দুপুর থেকে তারাও ছিলেন না। পরে রাত সাড়ে ১১টার দিকে জানতে পারি বাসটিতে আগুন লেগেছে।”

তবে কীভাবে আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি-না সে বিষয়ে এখনো জানা সম্ভব হয়নি, বলেন ওসি।