বাঁশখালীতে এনসিপির সংগঠককে মারধরের অভিযোগ


চট্টগ্রামের বাঁশখালীতে দলীয় প্রচার চালানোর সময় হামলা এবং এক সংগঠককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাতে বিএনপির নেতা–কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ করেছে দলটি।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ করেন। হামলায় আহত এনসিপির সংগঠক তানভির শিকদারের একটি ছবিও যুক্ত করেছেন।
মন সৈয়দ বলেন, বাঁশখালী উপজেলায় আজ (শনিবার) দলীয় প্রচার চালানো হচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে বিএনপির নেতা–কর্মীরা জলদি এলাকায় গিয়ে তাঁদের ব্যানার কেড়ে নেন। প্রতিবাদ করলে তানভির শিকদারকে মারধর করে মাথা ফাটিয়ে দেন।
তানভির শিকদার বলেন, জুলাই পদযাত্রা নিয়ে তাঁরা প্রচার চালাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর অনুসারীরা এসে তাঁদের ব্যানার পুড়িয়ে দেন। তাঁদের হামলায় তাঁর মাথা ফেটে গেছে।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন।
তবে হামলা ও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন লিয়াকত আলী। তিনি বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। আমার কোনো নেতা–কর্মী হামলা কিংবা মারধরের ঘটনার সঙ্গে জড়িত নন। এ বিষয়টি আমি শুনি নাই। তবে আমাদের কর্মীরা শান্তিপূর্ণ মশাল মিছিল করে যাঁর যাঁর বাসায় চলে গেছেন। কেউ যদি হামলার কথা বলে থাকে, তবে এটি মিথ্যাচার। বিএনপির বিরুদ্ধে সারা দেশে যেভাবে মিথ্যাচার ছড়ানো হচ্ছে, এ ঘটনাও তার অংশ।’
জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে কি না, তা খোঁজ নিয়ে দেখছি।’