রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৯ জুলাই ২০২৫, ০২:২৫ পিএম
রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১
ছবি : সংগৃহীত

রংপুর নগরীর সিউ বাজারে এলপি অটো গ্যাস পাম্পের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর একটার দিকে ভয়াবহ এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের ফলে আশ পাশের প্রায় অর্ধশত ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস টিম কাজ করছে।