ওসির প্রত্যাহার চেয়ে মহাসড়ক অবরোধ, এসপি বললেন ‘মগের মুল্লুক নাকি’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম
ওসির প্রত্যাহার চেয়ে মহাসড়ক অবরোধ, এসপি বললেন ‘মগের মুল্লুক নাকি’

গাজীপুরের জয়দেবপুর উপজেলায় তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে “মিথ্যা মামলা” নেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই নেতার অনুসারীরা। এতে বিপাকে পড়েন ওই সড়কে চলাচলকারী লোকজন। এ সময় তারা জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদের প্রত্যাহার দাবি করেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।

পরে ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবির বিষয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা দুপুর সোয়া ১টার দিকে সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।

বিক্ষোভকারীরা জানান, বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে চলাচলকারী অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা ওঠানো এবং বাধা দেওয়া নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক-শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ১১ জুলাই (শনিবার) বাঘের বাজার অটোস্ট্যান্ডে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলেও পুলিশ এক পক্ষের মামলা রুজু করে। ওই মামলায় শত্রুতার জেরে প্রতিহিংসা পরায়ণ হয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামি করা হয়। তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ায় ওসির প্রত্যাহারসহ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে চেয়ে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, “মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে। পরে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে সড়কে থেকে সরে যায়।”

মানববন্ধনে বিক্ষোভকারীরা তার (ওসির) প্রত্যাহার চেয়েছে কি-না এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি। তবে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক বলেন, “এসব মানুষজন যা খুশি তাই বলতে থাকে। চাঁদাবাজি যে করেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে।”

তদন্ত ছাড়া মামলা নেওয়ায় ওসির প্রত্যাহার চেয়েছে বিক্ষোভকারীরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মামলা হয়েছে বলে ওসির প্রত্যাহার চেয়েছে। এটা কি মগের মুল্লুক নাকি? চাঁদাবাজি করছে, মামলা হয়েছে। ওসির প্রত্যাহার চায় এসব নিয়ে আমি কথা বলতে রাজি না।”