নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ইব্রাহিম (৪০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার ৩দিন পর অর্ধগলিত মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৫ জুলাই) রাত ১০টার পর নিতপুর সীমান্তের ২৩২নং পিলার এলাকার কাতলামারী নামক স্থানে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে নিতপুর সীমান্তের রোদগ্রামের সৈয়দ মন্ডলের ছেলে ইব্রাহিম গরু নিয়ে ঘাস খাওয়াতে গেলে বিএসএফ আগ্রাবাদ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন ইব্রাহিম।
ঘটনার পর ভারতীয় সীমান্ত এলাকায় দিনভর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। যেহেতু ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে, সেহেতু বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পাতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়।
ইব্রাহিমকে গুলি করে হত্যার বিষয়টি জানতে বিএসএফ’র আগ্রাবাদ ক্যাম্পের কাছে জানতে চায় বিজিবি। কিন্তু তারা এই হত্যার বিষয়টি অস্বীকার করে। পরে চিঠি চালাচালির দুদিন পর এই হত্যার কথা স্বীকার করে এবং তিনদিন পর মরদেহ ফেরত দেয়।
১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বলেন, মরদেহ হস্তান্তরের সময় পোরশা থানা পুলিশ, বিজিবি, আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ও নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।