একে আজাদের বাড়িতে হামলা: পৌর বিএনপির নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা


ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদের বাড়িতে হামলার ঘটনায় ফরিদপুর পৌর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ (৫৫) ১৬ জন বিএনপির নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া, এজাহারে ২৫-৩০ জনকে আসামি করা হয়।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আজাদের মালিকানাধীন হামীম গ্রুপের ল্যান্ড হেড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান (৪০) বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় এ মামলা করেন।
মামলার এজাহার গ্রহণ করে ফরিদপুর কোতোয়ালি থানার ডিউটি কর্মকর্তা আহাদউজ্জামান বলেন, ‘গত বৃহস্পতিবার একে আজাদের বাড়িতে সংঘটিত ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে বাইরে আছেন। তিনি (ওসি) এলে বিষয়টি তাকে অবগত করা হবে।
এজাহারে ফরিদপুর পৌর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা এক নম্বর আসামি করা হয়েছে। এজাহারে অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন (৩৮), কোতয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী (৫৬), মহা নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদল সহ সভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০) প্রমুখ।
ফরিদপুরের পুলিশ সুপার মো. এম এ জলিল সাংবাদিকদের বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা বলেন, ওই বাড়িতে আওয়ামী লীগের গোপন সভা হচ্ছে এ তথ্য পেয়ে আমরা গিয়েছিলাম। ওখানে আমি নিজে কিংবা আমার সঙ্গে যারা ছিলেন তারা কেউ কোন হুমকি ধমকি দেয়নি। একটি ঢিলও ছোড়া হয়নি। তিনি বলেন, কেউ থানায় অভিযোগ করতেই পারেন, তবে তা তাকে প্রমাণ করতে হবে।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টি ফোর’র মালিক একে আজাদের ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ বাস ভবনে চড়াও হন মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
‘একে আজাদের বাড়িতে গোপন বৈঠক করছে আওয়ামী লীগ’- কথিত এ অভিযোগ এনে ওই বাড়িতে হামলা চালান তারা।