কলেজ শিক্ষার্থী তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ জুন ২০২৫, ১১:৩৯ পিএম
কলেজ শিক্ষার্থী তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঘরে তখন উচ্চ শব্দে গান বাজছিল। কেউ জানতেন না ভেতরে তখন অন্তরার শরীর ঝুলছিল। সোমবার (৩০ জুন) বিকাল ৫টার দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন কান্দিপাড়া টিলাগাঁওয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, অন্তরা দাস (২৩) সুনামগঞ্জের দিরাই থানার কুচিরগাঁওয়ের মলয় কান্তি দাস অঞ্জু ও অমায়া রানী দাসের মেয়ে। বর্তমানে তারা কান্দিপাড়া টিলাগাঁওয়ে থাকেন।

তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রায় ৮ থেকে ১০ দিন আগে কলেজেও গিয়েছিলেন তিনি।

ঘটনার সময় অন্তরার নিজের ঘরে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন এবং তার মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় ধরে গান চলতে থাকায় সন্দেহবশত তিনি মেয়ের কক্ষে এসে দেখতে পান, তার লাশ বিছানার উপর ঝুলছে এবং সিলিং ফ্যানের সঙ্গে তার ওড়না বাঁধা।

অন্তরার ছোট বোন তখন কোচিংয়ে। বাবা ব্যবসায়িক কাজে বাইরে এবং ছোট ভাই হবিগঞ্জে।

খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

রাত সাড়ে ৯টায় এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুল বাছেদ সরকার জানান, খবর পেয়ে আমাদের একজন ইন্সপেক্টর ঘটনাস্থলে গিয়েছেন। তবে তিনি এখনো ফিরেননি বা কোনো রিপোর্টও দেননি।

তিনি ফিরে রিপোর্ট দেওয়ার পর বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।