যুবককে চোখ উপড়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৮ মে ২০২৫, ০১:৫৪ পিএম
যুবককে চোখ উপড়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে ভ্যানচালক শফিউল্লাহকে নৃশংসভাবে চোখ উপড়িয়ে হত্যার প্রধান আসামি রাছেল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১৭ মে) রাতে পটুয়াখালী জেলার বাউফলের নগরের হাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাছেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

রাছেল হোসেন দেবীদ্বার উপজেলার আন্দিরপাড় গ্রামের মো. কিরনের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘গ্রেপ্তার রাছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।’

গত মঙ্গলবার (৬ মে) পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কুমিল্লার দেবীদ্বার থানাধীন ত্রিবিদ্যা গ্রামে মো. ছফিউল্লাহ (৪৩) নামে এক ভ্যানচালককে শাবল দিয়ে মাথা ও বুকে গুরুতর আঘাত করে হত্যা করা হয়। পরে ড্রিল মেশিন দিয়ে নির্মমভাবে ভিকটিমের চোখ উপড়ে ফেলা হয়।