৭ কলেজ শিক্ষার্থীদের সোমবারের কর্মসূচি প্রত্যাহার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৮ মে ২০২৫, ১০:৫৭ পিএম
৭ কলেজ শিক্ষার্থীদের সোমবারের কর্মসূচি প্রত্যাহার

৫ দফা দাবিতে ঘোষণা করা সোমবারের কর্মসূচি প্রত্যাহার করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি মো. নাঈম হাওলাদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৭ কলেজ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের সময়ক্ষেপণের প্রতিবাদে গতকাল শনিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়ে। এখান থেকে ৫ দফা দাবি উল্লেখসহ ঝুলে থাকা অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপনের দাবিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়।’

বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ৭ কলেজে প্রশাসক নিয়োগবিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ৭ কলেজে প্রশাসক নিয়োগ
এতে আরও বলা হয়, ‘আমরা প্রত্যক্ষ করছি, সরকার আমাদের দাবির বিষয়টি আমলে নিয়েছে। ইতিমধ্যে অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যারকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। আমরা আরও জানতে পেরেছি, আগামীকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে অধ্যাপক ইলিয়াস স্যারকে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক করে প্রজ্ঞাপন জারি করা হবে।’ 

শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যেহেতু সরকার আমাদের দাবির বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে শুরু করেছে, সেহেতু আমরা আগামীকাল সোমবার কোনো কর্মসূচি রাখছি না। আমরা সম্পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি। পরিস্থিতি বিবেচনায় আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। একইসঙ্গে আমরা আমাদের ৫ দফা দাবির বাকি দাবিগুলোর বিষয়েও নজর রাখবো। সরকারের ইতিবাচক মনোভাবের জন্য ধন্যবাদ।’