আলীকদমে জিপ পাহাড়ি ঝিরিতে পড়ে নিহত ১, আহত ২৩


বান্দরবানের আলীকদমে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ২৩ জন।
শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে থানচি উপজেলা থেকে আলীকদম উপজেলায় বেড়াতে যাওয়ার সময় কলারঝিরি মুরুং পাড়া সড়কের যবিরাম পাড়ায় জীপ গাড়ি দুর্গম পাহাড়ি ঝিরিতে পড়ে এসব হতাহতের ঘটনা ঘটে।
নিহত তনয়া মুরুং (২৫) ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্য। তিনি থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার বাসিন্দা ক্রালাই মুরুং এর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মুরুং সম্প্রদায়ের নারী শিশু ও চালক সহ ২৩ জন। হতাহতদের সবাই থানচি উপজেলার বাসিন্দা।
নিহত তনয় মুরুং তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, থানচি উপজেলা থেকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলীকদম কলারঝিরি মুরুং পাড়ায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি সড়কের কলারঝিরিতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি সড়কের পাশের পাহাড়ি ঝিরিতে পড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত ও ২৩ জন আহত হন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। সেখানে আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে দায়িত্বরত চিকিৎসক ১১ জনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় ১ জন নিহত ও ২৩ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।