এক্সচেঞ্জ অফারে ল্যাপটপ বিক্রির আগে যা করবেন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ মে ২০২৫, ১১:৩১ এএম
এক্সচেঞ্জ অফারে ল্যাপটপ বিক্রির আগে যা করবেন
ছবি : সংগৃহীত

আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজের সূত্রে অনেককেই ল্যাপটপ সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হতে হয়। ডেস্কটপ তো সঙ্গে করে নেওয়া সম্ভব না, এজন্যই মূলত ল্যাপটপ এতো বেশি জনপ্রিয়।

অনেকেই ল্যাপটপ, স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইস কোম্পানির এক্সচেঞ্জ অফারে কেনেন বা বিক্রি করেন। ব্যবহৃত স্মার্ট গ্যাজেটে কিন্তু আপনার বহু গুরুত্বপূর্ণ ডাটা স্টোর করা আছে। শুধু ডিলিট করে দিয়েই কাজ শেষ না। কারণ শুধু ডিলিট করলেই সব ডাটা মুছে দেওয়া সম্ভব না।

দেখে নিন বিপদে পড়তে না চাইলে ল্যাপটপ এক্সচেঞ্জ করার আগে আপনার করণীয় কী-

>> ল্যাপটপের যাবতীয় ফাইল ব্যাকআপ করে নিন। জি-মেইল অ্যাকাউন্টের জরুরি ফাইল বা মেইলগুলোর ব্যাকআপ নিয়ে নিন।

>> ল্যাপটপ ট্যাবে রাখা যাবতীয় ছবি, ভিডিওসহ সব মিডিয়ার ব্যাকআপ রেখে দিন। গুগল ফোটোজ, গুগল ড্রাইভ, মাইক্রোসফটের ওয়ানড্রাইভ, ড্রপবক্স বা যে কোনো বিশ্বস্ত ক্লাউড সার্ভিসে এগুলো ব্যাকআপ রাখতে পারেন। পাশাপাশি মিডিয়া ফাইলস এক্সটার্নাল হার্ড ড্রাইভে ট্রান্সফার করতে পারেন।

>> আপনার পুরোনো গ্যাজেটটি বিক্রি করার আগে ওই গ্যাজেট থেকে আপনি ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে লগ ইন করে রেখেছিলেন, সেগুলো থেকে লগ আউট করুন।

>> তারপরে আপনার গ্যাজেটটি ফ্যাক্টরি রিসেট করুন। অন্তত দু’–তিনবার ফ্যাক্টরি রিসেট করে দেখে নিন, কোনো ডাটা রয়ে গেল কি না।

>> ফ্যাক্টরি রিসেট করার আগে আপনার গ্যাজেটটি এনক্রিপ্টেড রয়েছে কি না, তা একবার যাচাই করে নিন। যদি না থাকে তাহলে আপনার গ্যাজেটের সেটিংস অপশন থেকে ম্যানুয়ালি তা করে নিতে পারবেন। এনক্রিপশন করে রাখলে ফ্যাক্টরি রিসেটের পরে আপনার ফোনের গোপনীয় তথ্য কারো পক্ষে অ্যাকসেস করা সম্ভব হবে না।