যমুনায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাই নিহত

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ মে ২০২৫, ১১:১৩ পিএম

বগুড়ায় যমুনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন। রবিবার (৪ মে) দুপুর ৩টার দিকে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা নদীর পশ্চিম তীরে মাছ ধরার নৌকায় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে দুই জন মাঝি মারা যান।
তারা হলেন— সিরাজগঞ্জ মেঘাই ইউনিয়নের বরইতলী গ্রামের কার্ত্তিক হাওলাদারের দুই ছেলে মনমত হাওলাদার (৩৫) ও সবুর হাওলাদার (৩২)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’