‘নেশার টাকা না দেওয়ায়’ মাকে হত্যার অভিযোগ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ মে ২০২৫, ০৮:১৩ পিএম
‘নেশার টাকা না দেওয়ায়’ মাকে হত্যার অভিযোগ

নরসিংদীর শিবপুরে মা শামসুন্নাহারকে (৭০) হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জাবের হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

শনিবার (৩ মে) দিবাগত রাতে উপজেলার বৈলাব গ্রামের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন।

হত্যাকাণ্ডের শিকার নারীর নাম শামসুন্নাহার। তিনি উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন একজন মাদকসেবী, বড় ভাই প্রবাসী। বাড়িতে মা-ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। শনিবার রাতের কোনো এক সময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে রোববার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আফজাল হোসাইন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি জাবের তার মাকে পিটিয়ে হত্যা করেছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের করা হবে।”