মানিকগঞ্জে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায়


মানিকগঞ্জের বাজারে কয়েকটি সবজির দাম সামান্য কমলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায় বলে জানিয়েছেন আড়তদাররা। এছাড়া সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। নদীতে মাছ কম পাওয়া যাচ্ছে বলে জানান বিক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, ঝিংগা, চিচিংগা, বেগুন, পটল ৮০ টাকায় এবং বরবটি, সাজনা ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আলু ও পিঁয়াজ আগের দামেই বিক্রি হচ্ছে। আলু কেজি ২৫ টাকা ও পিঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কাঁচা মরিচ ৮০ টাকা, টমেটো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশীয় রসুন ১২০ টাকা, চায়না রসুন ২৪০ টাকা, আদা ১২০ টাকা ও হলুদ ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তবে ঢেঁড়শ, করলা, শসা কেজিতে ২০ টাকা কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে লেবুর দামও।
এদিকে ডিমের দাম কমেছে। বাদামি রংয়ের ডিম ৪৫ টাকা হালি ও সাদা রংয়ের ডিম ৪০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। গরুর মাংশ প্রশাসন নির্ধারিত ৮০০ টাকা, খাসি ১ হাজার ২০০ টাকা ও ছাগল ১ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজিতে।
মানিকগঞ্জের বাজারে অন্য দিনের তুলনায় জিনিসপত্রের দাম বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় যে যার মত বিক্রি করছেন বলে দাবী ক্রেতাদের।
বিক্রেতারা বলছেন, পাইকারি সবজির দাম বেশি থাকায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।