চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম
চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

 চাঁদপুরে শিলপাটার (মশলা বাটার যন্ত্র) নিচে গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপের কামড়ে শিল্পী বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) হাজীগঞ্জ হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে এই ঘটনা ঘটে। শিল্পী বেগম ওই বাড়ির আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানান, শিল্পী রান্নাঘরে বিছানো শিলপাটাতে রসুন বাটাকালে শিলপাটার নিচের গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। এরপর তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে কুমিল্লায় রেফার করা হয়। কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু সাপের কামড়ে নারীর মৃত্যুর  বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেন।