ওসমানী বিমানবন্দর থেকে ১.৫ কেজি স্বর্ণসহ এক যাত্রী আটক

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আলিম উদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে ১.৫ কেজি তরল স্বর্ণ (লিকুইড গোল্ড) জব্দসহ ওই যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।
তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোহোরা এলাকায়।
কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম উল বলেন, ‘শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে সিলেটে নামেন আলিম উদ্দিন নামের ওই যাত্রী।’
‘পরে তাকে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তার ট্রাউজার ও আন্ডারগার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে রাখা লিকুইড স্বর্ণ উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘জব্দকরা স্বর্ণের পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১ মশমিক ৫ কেজি বলে ধারণা করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।’