জাহিদুল হত্যায় চট্টগ্রাম থেকে এক আসামি গ্রেপ্তার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ এপ্রিল ২০২৫, ১১:১১ পিএম
জাহিদুল হত্যায় চট্টগ্রাম থেকে এক আসামি গ্রেপ্তার

ঢাকায় বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (পারভেজ) হত্যা মামলায় মো. মাহাথির হাসান (২০) নামে আরও একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তিনি মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি।

বুধবার সকালে চট্টগ্রামের হালিশহরের একটি বাসা থেকে মাহাথির হাসানকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ ছাড়া আজ বিকেলে গাইবান্ধা সদরের শাহপাড়া ইউনিয়নের ভবানীপুর থেকে মেহেরাজ ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি এ হত্যা মামলার প্রধান আসামি বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়। এ নিয়ে আজ জাহিদুল হত্যা মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হলো।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য চারজন হলেন মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯), আল আমিন সানি (১৯) ও মো. হৃদয় মিয়াজী (২৩)।

পুলিশ বলছে, ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহিদুল ও তাঁর বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।